• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

মেক্সিকোয় ৭.২ মাত্রার ভূমিকম্প!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৮, ১১:০৫ AM / ৩৭
মেক্সিকোয় ৭.২ মাত্রার ভূমিকম্প!

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির ভবনগুলো কেঁপে উঠে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা বলেছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত ঘানে। ভূমিকম্পে ওই শহরের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন ভবনগুলো থেকে বের হয়ে আসছিল। ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্প হওয়ার পাঁচ মিনিটের মধ্যে চালু করা হয়। বাসার বাইরে সবাইকে অবস্থান করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, কোনো ধরনের সুনামির সংকেত দেওয়া হচ্ছে না।

গত বছর সেপ্টেম্বরে দেশটিতে শক্তিশালী দুটি ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভার্তে বলেছেন, ওয়াক্সার কিছু ভবনে ফাঁটল দেখা দিয়েছে। রাজ্য সরকার বলছে, অন্তত এক লাখ লোক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৩এএম/১৭/২/২০১৮ইং)