• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

মূল্যস্ফীতি


প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২০, ১১:২৮ PM / ৩৩
মূল্যস্ফীতি

আবু নাসির

____________________________________________
জ্ঞানীরা হয় যখন কম জ্ঞানীর নোকর
এতে কি জ্ঞানীরা হয় না অপমান?
এমন ধারা চলতে থাকলে এক দিন
জ্ঞানীদের থাকবে না কোন সন্মান।
পয়সায় বিক্রি হবে জ্ঞান হাটে বাজারে
জ্ঞানীর ঝুলিতে থাকবে জ্ঞান থরে থরে।
জ্ঞানী যে দিন হবেন জ্ঞানের ফেরিওয়ালা
জ্ঞানে নয় পয়সায় ভরবে জ্ঞানের পেয়ালা।
এমন চললে জ্ঞানের হবে বনবাস
কম জ্ঞানী প্রভু হেসে ছাড়বে সুখোশ্বাস।
ঘৃত যখন হেরে যায় তিসির তেলের কাছে
বল তখন দাম শব্দের কি দরকার আছে?
এমনি করে হবে যে দিন জ্ঞানের অবশান
সোনার খাঁচা হবে মূল্যহীন না থাকলে প্রান।