• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১২:৩৯ PM / ৪৫
মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ঢাকারনিউজ২৪.কম, মুন্সিগঞ্জ : সদর উপজেলায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী এবং বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

আজ ২৬ সেপ্টেম্বর(বুধবার) ভোর ৪টার দিকে উপজেলার মিরকাদিম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মালেক আবদুল (৪৫)। তিনি দক্ষিণ ইসলামপুরের শওকত আলী ব্যাপারীর ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিভিন্ন থানায় মালেকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, মাদক বেচাকেনার গোপন খবরে ভোরে মিরকাদিম এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। সে সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালালে পিছু হটে মাদক ব্যবসায়ীরা।

পরে ঘটনাস্থলে মালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ৮০০ ইয়াবা ও নগদ দুই হাজার পাঁচশ’ টাকা উদ্ধার করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:২৮পিএম/২৬/৯/২০১৮ইং)