• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

মুখ – মহীতোষ গায়েন


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৯:৪৮ PM / ১৮৬
মুখ – মহীতোষ গায়েন

_________________________________________________________

শব্দরা যায় যে চলে ভাষাহীন আজ মন ও মুখ..
দৃশ্যমান লতাপাতা,নির্জনতা এবং মুখোশ মুখ,
আন্তরিকতা যে নেই তা ডাক-বহরে বোঝা যায়
বোঝা যায় মুখ-অভিব্যক্তি,সাঁঝ হৃদয় শূন্যতায়।

কেটে গেছে কত রাত্রিদিন,আসেনি কেউ সে দুঃখে
ভোরের কুয়াশায় সূর্য লাজুক চুমু খায় তার মুখে,
কুমারী ঘাসফুল হাসে,আসে হলুদ গাঁদার হাতছানি
ভালোবাসা খুন হয়ে যায়,সে কথা কী ওত জানি?

জলের ভাষা,পাতার ভাষা সহজ নয় তো জানা
বৃষ্টিভাষা গেলেও বোঝা প্রেমের ভাষা না না,
মুখের উপর মুখ লুকায়,যায় মনের থেকে সুখ
বুকের মধ্যে ফুল ফুটলেও যায় না চেনা মুখ।

 

কবি- মহীতোষ গায়েন (অধ্যাপক, সিট কলেজ, কলকাতা-৯)