• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

মিসরের মহাপিরামিড


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০১৮, ১০:৩৬ PM / ৫৩
মিসরের মহাপিরামিড

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : মিসরের গিজা নামক স্থানে, নীল নদের পশ্চিম পাড়ে, খ্রিস্টপূর্ব ২৫৭৫ এবং ২৪৬৭ অব্দের মাঝামাঝি সময়ে, বানানো হয়েছিল পিরামিড। চতুর্ভুজ জিনিস একটা বিন্দুর দিকে, একটা কেন্দ্রের দিকে উঠে গিয়ে যেরকম আকৃতি ধারণ করে, পিরামিডগুলো সেরকমই।

পিরামিডই প্রাচীন সপ্তাশ্চর্যের একমাত্র নিদর্শন, যা আজও টিকে আছে। তবে বহাল তবিয়তে ঠিক না, কারণ সেগুলোর সাদা পাথরগুলো কায়রোতে বাড়ি বানানোর উপকরণ হিসেবে খুলে নিয়ে যাওয়া হয়েছিল।

পিরামিড বলতে আসলে একটা পিরামিড বোঝায় না, মিসরে এরকম অনেক পিরামিড আছে। কিন্তু গ্রেট পিরামিড বা মহাপিরামিড বলতে ফারাও (সম্রাট) খুফুর পিরামিডকে বোঝানো হয়, এবং এটি অন্য পিরামিডের মধ্যে সবচেয়ে বড়। (প্রসঙ্গত বলে রাখি, পিরামিড বলতে শুধু মিসরের পিরামিডই নয়, আমেরিকাতেও পিরামিড ছিল, সেগুলো মোটামুটি ১৮০০-১৫০০ খ্রিস্টপূর্বাব্দে বানানো হয়েছিল) তবে প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে থাকা খুফুর পিরামিড, মানে মহাপিরামিডই সবচেয়ে বড় পিরামিড।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২৫পিএম/১৮/৩/২০১৮ইং)