• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

“মায়াজাল”


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০১৮, ১০:৫৯ PM / ৪৫
“মায়াজাল”

ইখতিয়ার উদ্দীন আজাদ
——————————————
রাত্রি হলে দীর্ঘ কেশপাশ,
হঠাৎ জেগে দেখায় শুধু ছল।
অন্ধকারে গন্ধ মেখে মেখে,
উঠলো জেগে সুপ্ত কোলাহল।

রক্ত নাচে, করোটি বলে শোন-
চুল তো নয়; ক্ষণিক মায়াজাল!
ঘোরের টানে ক্ষিপ্ত হয়ে বলি,
আমার শুধু তৃষ্ণা চিরকাল।

রাতবিরাতে মাটির দানা ছুঁয়ে,
গন্ধ খুঁজি, কেন্দ্র খুঁজি মূলে।
উৎস থেকে গুঁড়িয়ে গেছে শিরা,
খোঁপার ফুলে বাঁধন গেল খুলে!

উড়িয়ে চুল ছুটলো কালো মেঘ,
রেলিং খুলে তাকিয়ে দূরপানে।
গন্ধ এসে আছড়ে পড়ে নাকে,
খোঁপার ফুল- তোমাকে পড়ে মনে!
————————————————-
সাংবাদিক- পত্নীতলা, নওগাঁ।