• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

মাশরাফিদের অভিনন্দন জানালের রাষ্ট্রপতি


প্রকাশের সময় : জুন ১০, ২০১৭, ১০:৫০ AM / ৮৩
মাশরাফিদের অভিনন্দন জানালের রাষ্ট্রপতি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার রাতে কার্ডিফে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে জোড়া সেঞ্চুরি করে দলের ৫ উইকেটের বড় জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিনন্দন জানিয়েছেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান।

এ ছাড়া জয়ের পর রাতেই ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব ও রিয়াদের সঙ্গে কথা বলেন। তিনি এ জয়ের জন্য পুরো দলকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী ছাড়াও নিউজিল্যান্ডকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার কার্ডিফে ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ান সাকিব ও মাহমুদউল্লাহ।
তাদের রেকর্ড ২২৪ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্য পেরোয় বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও দ্বিতীয় সেরা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলার আশা টিকে রইল।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৪৮এএম/১০/৬/২০১৭ইং)