• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

মালয়েশীয় প্রতিনিধি দলের বাউয়েট ক্যাম্পাস পরিদর্শন


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০১৭, ৮:২৯ PM / ৪৩
মালয়েশীয় প্রতিনিধি দলের বাউয়েট ক্যাম্পাস পরিদর্শন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার রসায়ন বিভাগের প্রফেসর ড. মনসুর বিন আহমেদ। স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন ল্যাবরেটরি এবং শ্রেণি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসির সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই চুক্তির মাধ্যমে শিক্ষকদের উচ্চ শিক্ষা, গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অব.) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রধান- সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্র ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মোঃ মোমতাজুর রহমান, রসায়ন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম ও প্রভাষক মোঃ মইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কুদরত ই জাহান, বাউয়েট এর ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.২৮ পিএম/০৯//২০১৭ইং)