• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

মানব সেবায় অনন্য ভূমিকা রাখছে লুৎফর রহমান স্বপনের ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২০, ২:০৬ PM / ১২২
মানব সেবায় অনন্য ভূমিকা রাখছে লুৎফর রহমান স্বপনের ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার

মোখলেছুর রহমান তোতা : ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা একটি মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে একঝাঁক মননশীল, দানশীল, উদার ও সমমনা বন্ধুদের নিয়ে। যার নেতৃত্ব দিচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক, নারায়ণগঞ্জ-৪ আসনের অভিভাবক, শান্তির দুত, উন্নয়নের কাণ্ডারী, জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের স্নেহধন্য ফতুল্লা থানা আওয়ামী লীগের তৃণমুলের পরিক্ষিত ও ত্যাগী নেতা, নিঃস্বার্থ সমাজকর্মী, তারুণ্যের অহংকার মোঃ লুৎফর রহমান স্বপন। তার সহযাত্রী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্য বন্ধুদের নিয়ে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। অসহায় মানুষের সুখ-দুঃখের কান্ডারী লুতফর রহমান স্বপন ও তার সংগঠনের অন্যান্য সদস্য বন্ধুদের গতিশীল নেতৃত্বে সংগঠনটি আজ মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। সংগঠনটি অনন্য উচ্চতায় উঠে আসার নেপথ্যের কারণ হচ্ছে অন্ধকার সমাজে তারা আলোর বিচ্ছুরণ ঘটিয়েছেন। সন্ত্রাসের জনপদকে তারা শান্তির সবুজ বনানীতে পরিনত করেছেন। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ করার পাশাপাশি গরীব-দুখী মানুষের পরম বন্ধু হয়ে তাদের জন্য কাজ করে আসছেন। সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের অবিরাম ছুটে চলা। আর এসব কাজের অনুপ্রেরণা ও উৎসাহের মহা নায়ক নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লাবাসীর প্রিয়মুখ মানবতার ফেরিওয়ালা লুতফর রহমান স্বপন।

একান্ত আলাপচারিতায় এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যে জীবন মানুষের কল্যাণে আসেনা সে জীবনের কোন মুল্য নেই। এ বিষয়টি আমি আমার জায়গা থেকে অনুধাবন করে বিষয়টি আমার বন্ধুদের কাছে শেয়ার করি সমাজ ও মানবতার কল্যাণে কিছু করা যায় কিনা। বন্ধুরাও রাজী হয়ে যায়, ব্যস বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে তুলি ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা। আমাদের প্রথম কাজ ছিল আগামীর অপার সম্পদ যুব সমাজকে কিভাবে মাদকমুক্ত সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করা যায় কিভাবে সমাজে মুরুব্বিদের সম্মানবৃদ্ধি করা যায়। আমরা আমাদের জায়গা থেকে সেটা বাস্তবায়নে সম্মিলিতভাবে করার চেষ্টা করেছি। যার সুফল এখন প্রতিটি মানুষ পাচ্ছেন। সুন্দর সমাজ গঠনে সুন্দর মনমানুষিকতা প্রয়োজন একার পক্ষে কোন কিছুই সম্ভব নয়। আমরা এগিয়ে এসেছি সমাজের মানুষও আমাদের এ কাজকে স্বাগত জানিয়েছে বলেই এখন আমরা সুন্দর একটা সমাজ পেয়েছি।এসব কিছুই সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়। সমাজে নিরন্ন অসহায় মানুষের পাশে এসে যেভাবে সাহায্য সহযোগিতা করেছি যতদিন আমরা বেচে আছি সংগঠনের পক্ষ থেকে করে যাবো। অতীতে যেকোনো দূর্যোগ এসেছে তা আমরা মোকাবেলায় সচেষ্ট ছিলাম। এখন আমরা আরেকটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি এ যুদ্ধে জয়ী হতে আমরা আমাদের এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেছি পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে মানুষকে সুরক্ষা দিতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি, স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবকদল গঠন করে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় আমরা মাঠে আছি।’’
এসময় বঙ্গবন্ধুর আদর্শের এ সৈণিক সবার প্রতি অনুরোধ করে বলেন- ‘‘আপনারা ঘরে থাকুন, নিজে বাঁচুন, নিজের পরিবার বাঁচান, দেশের মানুষকে বাচাতে লকডাউন মেনে চলুন। সরকারের পাশাপাশি আমরাও আছি, থাকবো ইনশাআল্লাহ, আপনাদের সুখে-দু:খে। মহান রাব্বুল আল-আমিন আমাদের এ মহামারি থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আমিন। ’’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:০৫পিএম/১৬/৪/২০২০ইং)