• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ১২:৪২ PM / ৪৪
মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয়করণের দাবিতে শুক্রবার দ্বিতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত।

সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে আগামী রোববার পর্যন্ত। রোববারের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বক্তারা বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিষ্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ি শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না।

বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি সরকার একযোগে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ করেনি। এমন কি ১৯৯৪ সালে সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পূরণ হয়নি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মূসা ভূইয়া প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪০পিএম/২৮/৪/২০১৭ইং)