• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

মাগফিরাতের ৪র্থ দিবস : মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়


প্রকাশের সময় : মে ১৯, ২০১৯, ৬:০৯ PM / ৩৮
মাগফিরাতের ৪র্থ দিবস : মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়

মুন্নি আলম মনি : ২০(সোমবার) মাহে রমজানের ১৪ রোজা এবং মাগফিরাতের চতুর্থ দিবস। সেহরীর শেষ সময় ৩টা ৪০ মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় ৬টা ৪৪মিনিটে। আজ আমরা আলোচনা করবো একজন মুসলিমের চরিত্র সম্পর্কে ।
একজন মুসলিমের চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার ভয়। সবকিছুর মালিক আল্লাহ পাক এ ধারনা নিয়ে পৃথিবীতে বাস করবে। সারা পৃথিবীতে মানুষের দখলে যা কিছু আছে,সবই আল্লাহপাকের দান। কোনো জিনিসের এমনকি আমার নিজের দেহের মালিকও আমি নিজে নই। আমাদের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তায়ালার আমানত। এ আমানত থৈকে খরচ করারর যে স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে,আল্লাহর ইচ্ছানুযায়ী তা খরচ করাই হলো আমার কর্তব্য। একদিন আল্লাহপাক আমার কাছে এর হিসেব নিকাশ চাইবে। কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটা জিনিসের হিসেব দিতে হবে। এ ধারনা নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকে, তার চরিত্র সুন্দর। মন্দ চিন্তা থেকে সে তার মনকে দূরে রাখে । অসৎ আলোচনা শুনা থেকে কানকে দূরে রাখবে। কারও প্রতি কু দৃষ্টি দেয়া থেকে চোখকে হেফাজতে রাখবে। মিথ্যা বলা থেকে জিব্বাকে হেফাজতে রাখব্ ে। হারাম হালাল বেঁচে চলবে। কারও প্রতি সে জুলুম করবেনা। মিথ্যার সামনে মাথা নত করবেন্ া তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ । যার অন্তরে আল্লাহর ছাড়া কারো ভয় স্থান পায় না,আল্লাহ ছাড়া কারও পুরস্কার আশা করেনা। তার চেয়ে বড় ইমানদার আর কে? এমন চরিত্রের মানুষগুলোই হলো খাঁটি মুসলিম এবং চরিত্রবান মুমিন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:১০পিএম/১৯/৫/২০১৯ইং)