• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

মহাব্বতের মহাব্বতিতে পটুয়াখালীর আসন ৩ (দশমিনা-গলাচিপা)


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০১৮, ৩:৪৭ AM / ৯৩
মহাব্বতের মহাব্বতিতে পটুয়াখালীর আসন ৩ (দশমিনা-গলাচিপা)

ইমন বালী,ঢাকাঃ  দক্ষিন অঞ্চলের প্রান,মাটি ও মানুষের নেতা,পটুয়াখালীর ৩ আসনের(দশমিনা-গলাচিপা) উন্নয়নের কর্নধার,গরিব-দুঃখীদের নয়নমনী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ-এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মহাব্বত । এক কথায় বলাই যায় নামের সাথে তার কর্মকান্ডের কোথাও অমিল কিছুই নেই । মহাব্বতের সাথেই তিনি তার মহাব্বতি করে জাচ্ছেন হত দরিদ্র মানুষের কল্যানে ।39976376_1494572017355012_6323851851687002112_n40671921_1793528360745396_8246534128275554304_n

 
১৯৮১ সালে ছাত্রলীগের সাথে তার প্রথম পথচলা । ১৯৮২ তে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে পাস করেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন তিনি । ১৯৯২ সালে মোহাম্মাদপুরের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব রত হন । পরবর্তীতে মোহাম্মদপুর থানা যুবলীগ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক,আহবায়ক এবং ২০০২ সালে সহ সভাপতি পদে নিযুক্ত হন।

39515245_698525650493488_2154911471815884800_n
এরশাদের আমলে আওয়ামী লীগ কর্মী হিসেবে অনেক রাজনৈতিক হয়রানির শিকার হন এবং পরে বিএনপি জামাত জোটেরও ৬৫ টি মামলার শিকার হন।

 
মানুষের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই যুব নেতা। পটুয়াখালীর এমন কোন স্থান নেই যেখানে এই নেতার সাহায্য সহযোগিতা পৌঁছায় নেই। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান ,হাসপাতাল ইত্যাদির ইত্যাদির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি।এছাড়াও গরীব দুখী মানুষের সুখে দুখে সবসময় পাশে ছিলেন তিনি।তার কৃত কর্মকাণ্ড এর আংশিক নিম্নে তুলে ধরা হল :

41709908_1804636876301211_8579652964279386112_n42058663_478849662633475_1681288999836057600_n
গলাচিপা ও দশমিনার সবকটি ইউনিয়ন এ প্রতিবছরই গরীব অসহায়ের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ। ১৯৮৮ সাল থেকে তার এলাকা হতে ঢাকায় আগত গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা ও হাসপাতালে ভর্তির ব্যাবস্থা করা।স্কুল-কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান আসবাবপত্র প্রদান।দশমিনার চানপুরায় “হাজী মহাব্বত কোরআন শিক্ষা মাদ্রাসা নির্মাণ ।ছাত্র-ছাত্রীদের যাতায়াত এর সুবিধার জন্য ভ্যান প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদের আদর্শ বাস্তবায়নে দশমিনায় প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের জন্য পোশাক ও স্কুলের সংস্করনের জন্য অনুদান প্রদান। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে লাঠী খেলা, নৌকা বাইচ, ক্রিকেট,ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠোপোষকতা এবং সর্বশেষ নিজস্ব অর্থায়নে দশমিনার রনগোপালদী ইউনিয়নে নদী ভাঙ্গন রোধ ও ২৭০ ফিট রাস্তা মেরামত ব্যাবস্থা করেছেন দানবীর খ্যাত কামরান শাহিদ প্রিন্স মহাব্বত।

42244385_1812768098821422_4544283524693229568_n
তার এসকল কর্মকাণ্ডের প্রেক্ষিতে এলাকাবাসীর দাবী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কামরান শাহিদ প্রিন্স-কে জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালীর ৩ আসনে (দশমিনা-গলাচিপা) প্রার্থী হিসেবে নির্বাচিত করলে এই আসন থেকে তিনি বিপুল ভোতের ব্যবধানে জয়লাভ করবেন এবং দেশ ও জাতির উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে সহায়তা করবেন।
তাই এব্যাপারে তিনি বলেন, ‘আমি এমপি মন্ত্রী হইতে আসি নাই,এসেছি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এবং পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে ও নৌকার হয়ে কাজ করতে।তিনি মনে করেন নৌকা জিতলে জনগণ জিতবে জাতি জিতবে। দেশ ও জাতির উন্নয়নের ধারা কে অব্যাহত থাকবে।
আরও বলেন,নেত্রী কাকে নমোনীত করবেন তিনি জানেন না,কিন্ত যাকেই করুক না কেন তিনি নৌকার হয়ে আজীবন ছিলেন এবং যতদিন বাঁচবেন নৌকার হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ্‌।

(ঢাকারনিউজ২৪.কম/ইবি/৩ঃ৪৫এএম/৩/১০/২০১৮ইং)