• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

মহাত্মা হুমায়ূন আজাদ স্মরণে


প্রকাশের সময় : জুলাই ১১, ২০১৮, ১০:৩৬ AM / ৪৪
মহাত্মা হুমায়ূন আজাদ স্মরণে

রফিক সুলায়মান

_________________________________________________-

ক্ষমা করো দিন, রাত্রি অমলিন গাছের পাকা তেঁতুল
ক্ষমা করো চিল, নদী-খাল-বিল, নাম না-জানা-ফুল

ক্ষমা করো সুর কয়েকটি দুপুর ক্ষমা করো দেলোয়ার
ক্ষমা করো ফাত্তাহ-দীপালী সাহা-বাপী শাহরিয়ার

ক্ষমা করো গান ফুলের বাগান আগুনমুখো ধারা
ক্ষমা করো মাঠ হারানো গোপাট নিখিল চন্দ্র-তারা

ক্ষমা করো বেল-তরমুজ-আপেল বিবিধ ফলাহার
ক্ষমা করো বীজ মোল্লার তাবিজ সুনিবিড় সংসার

ক্ষমা করো আইন সুব্রত বাইন-লিয়াকত-আওরং
ক্ষমা করো দেশ লুচি ও সন্দেশ কাপুরুষের ঢং

ক্ষমা করো মন মথুরা-তপোবন প্রভু শরণ নাম
ক্ষমা করো জয় নিশীথ সংশয় অকালের বিশ্রাম

ক্ষমা করো ক্রোধ অমানবিক বোধ জীবনের অপচয়
ক্ষমা করো রাগ যোগ-বিয়োগ-ভাগ ক্ষমা করো ভয়।;