• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

মরূদ্যান


প্রকাশের সময় : জুন ১৪, ২০২০, ৯:৪৩ PM / ৪২
মরূদ্যান
রিটন মোস্তাফা
__________________________________
ভালোবাসার রঙিন কিছু স্বপ্ন
এঁকে রাখি এখনো এ দুটি চোখে।
রঙে রঙে সাজাই আমার এ মন
ভেসে যাই স্মৃতির ভেলায়,অতীতে।
যদিও বাঁধা পড়ে ক্ষণে ক্ষণে আজও
মন আমার আজ এই অসময়ে সময়ে।
অন্য স্বপ্ন,অন্য হাত,অন্য ভুবনে,এখন
তোমার এই যে হেঁটে চলা,অন্য জীবনে।
না পাওয়ার হতাশা কেটে যায় তবুও
ভাবনায় ভালোবাসার নিঃস্বার্থ অনুভবে।
যদিও পাইনি তোমায়,তবুও রাখি মনে
জিতে গেছি আমিও,এই নিঃস্বার্থ অন্তরে।
মনমরা মরুভূমিতে গড়েছি,দেখনি সে মরূদ্যান
একে একে দুই হওয়ার সে প্রচণ্ড কলঙ্কিত প্রেমে।
খুঁজি না সুখ,খুঁজি না চাওয়া পাওয়া ও তোমার মুখ
চরম প্রাপ্তি,আমিও সুখি, প্রত্যাশাহীন ভালোবেসে।