• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

মরা গাছে ফুল


প্রকাশের সময় : মে ৬, ২০১৭, ৯:৪৯ PM / ৪৬
মরা গাছে ফুল

মনিরুল হক মৃধা 
______________________________
কে যেন আমায় সখি ডাকে প্রিয় নাম ধরে
মনে হয় চেনা চেনা তা’রে আজ দেখিনো কত বসন্ত পরে,
কলসী কাঁখে যেন ঢেউ খেলে যায় যৌবন নদীর বাঁকে
কোকিলের কুহুতান মহুয়ার গুনগুন পবনে উড়ে বেড়ায় সফেদ গাঙচিল ঝাকে।
এই শুনো ষোড়শী, দেখো বারেক ফিরে
আমিতো ছুটেই চলেছি তোমার পশ্চাদে ধীরেধীরে,
আর কত যাই বলো মাঠের পরে মাঠ
এইবার শেষ করো সখি পিয়াসি প্রেমের পাঠ।
ঐতো সামনে দেখিছে বসে ও পাড়ার রাখাল ছেলে
ঘিরিয়া ধরিবে যে গো ওরা স্বদলবলে,
বলবে কবি! কি চাই এ ষোড়শীর পিছু
কি কী জবাব দেবো এবার তুমিই বলো কিছু?
কেন’ইবা হরিলে মন আমার দেবার তো আর কিছু নাই
যদি ফিরায়ে দিবে তবে এইটুকু বলি,প্রিয়তম যাই চলে যাই,
আমারে চিনিতে চায়না কেহ কেন’ইবা অশ্রু ঝরে তাঁর মানে না বুঝে
আবার কেউ কাছে আসে পাশে বসে তাঁর কারণ খোঁজে।
কেউবা অশ্রু মুছে আবার দূর থেকে কেউ দেখে মুখ
সখি সে তো কহিলোনা কবি কি তোমার দুখ!
মালা হাতে আজও বসে, যদি জিজ্ঞাসিতে —
তবে,মরা গাছে ফুল ফুটিত আচম্বিতে।