• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

‘ভ্যাট হার কমবে, কত কমবে এখনই বলছি না’


প্রকাশের সময় : মে ১০, ২০১৭, ৬:২৯ PM / ৩৮
‘ভ্যাট হার কমবে, কত কমবে এখনই বলছি না’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নতুন ভ্যাট আইন সংশোধন করে ভ্যাট হার স্বস্তিদায়ক অবস্থানে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

ভ্যাট হার কত কমতে পারে এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কমবে তবে কত কমবে সেটা এখনই বলছি না। এজন্য বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নতুন ভ্যাট আইন সংশোধন হচ্ছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন,‘সংশোধন বলতে পারেন। কারণ ইতোমধ্যে আমি ভ্যাট হার ঘোষণা করেছি। বিকজ আই এম অলরেডি সেইড ভ্যাট হার ব্যবসায়ীদের প্রত্যাশার কাছাকাছি রাখার চেষ্টা হবে।
উল্লেখ্য, আগামী অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন চালু হচ্ছে । ব্যবসায়ীদের বড় অংশ শুরু থেকেই নতুন ভ্যাট আইন চালুর বিরোধিতা করে আসছেন এবং মূলত তাদের বিরোধিতার কারণেই ২০১২ সালে পাস করা আইনের বাস্তবায়ন পেছাতে পেছাতে এ পর্যন্ত এসেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:২৮পিএম/১০/৫/২০১৭ইং)