• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

ভোটার নয়, ত্রাণ পাবে সকল অভাবী পরিবার : মতিউর রহমান


প্রকাশের সময় : জুন ৮, ২০২০, ২:০৫ AM / ৭৯
ভোটার নয়, ত্রাণ পাবে সকল অভাবী পরিবার : মতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি বলেছেন- ‘ভোটার কিংবা নির্বাচনী এলাকা দেখে নয়, ত্রাণ দিতে হবে সকল অভাবি পরিবারকে।’

তিনি আরও বলেন- ‘দান করার সময় ভোটার বা নির্বাচনী এলাকা দেখে দিলে তো আমি ভোটের ব্যবসা করলাম, দান করতে হবে হৃদয় উজার করে, মানুষকে ভালবেসে। দান করার সময় কখনোই কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না।’

রোববার(৭ জুন) দিবাগত রাতে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির হাতে ১৬ নং ওয়ার্ডের বাবুরাইলে বসবাসরত শিক্ষক সহ ১৮টি মধ্যবিত্ত পরিবারের জন্য খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আস্থাভাজন আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন- ‘সাংবাদিক প্রীতি আপা জনপ্রতিনিধি না হয়েও নির্যাতিত প্রবাসী নারীদের উদ্ধার করে দেশে আনা এবং তাদেরকে সাবলম্বী করা সহ এই করোনা ভাইরাসের শুরু থেকে নিজের জীবন বাজি রেখে সাধারন মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অতুলনীয়। তাই আমিও সব সময় তার পাশে থাকার চেষ্টা করেছি। সেই চেষ্টা থেকেই আজও ১৮টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী তুলে দিলাম তার হাতে।’

এদিকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন- ‘মতি ভাইয়ের প্রতি লক্ষ্য কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাকের দয়ায় আজও তার সহযোগিতায় করোনাভাইরাসের কারণে কর্মহীন শিক্ষক ও ৫ ওয়াক্ত নামাজি পরহেজগার ১৮টি মধ্যবিত্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি।’

তিনি আরও বলেন- ‘মতি ভাই এমন একজন মানুষ, যাকে কখনই ত্রাণ দেয়ার ক্ষেত্রে নির্বাচনী এলাকা বা ভোটার দেখে ত্রাণ দিতে দেখিনি। এবারও তিনি তার নির্বাচনী এলাকার বাইরের কয়েকটি পরিবার না খেয়ে আছে জানার পর সাথে সাথে আমার হাতে এসব ত্রাণ তুলে দিয়েছেন। আসলে এমন মানুষের জন্য প্রাণভরে দোয়া করি, আল্লাহ পাক মতি ভাইকে আরও দান করার তৌফিক দিক এবং যারা ভোটার বা নির্বাচনী এলাকা হিসেব করে ত্রাণ দেন, তাদের জন্যও বিষয়টি শিক্ষণীয় হয়ে উঠুক।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:০৫এএম/৮/৬/২০২০ইং)