• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

ভারত ম্যাচ নিয়ে টেনশন নেই পাকদের


প্রকাশের সময় : জুন ২, ২০১৭, ৮:০৭ PM / ৩৯
ভারত ম্যাচ নিয়ে টেনশন নেই পাকদের

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই স্নায়ুক্ষয়ী উত্তেজনা। দুই দেশের ভক্ত-সমর্থকরা তো বটেই; দুই দলের খেলোয়াড়েরাও টেনশনে কাঁপেন। দুই বৈরি প্রতিবেশী মুখোমুখি হলে এই চিত্রটাই দেখা গেছে অতীতে! ৪ জুনের ম্যাচ নিয়েও দুই দলের খেলোয়াড়দের টেনশনেই থাকার কথা। কিন্তু সরফরাজ আহমেদ বলছেন অন্য কথা। পাকিস্তান অধিনায়কের দাবি, ভারত ম্যাচ নিয়ে এতোটুকু টেনশন নেই তাদের। এজবাস্টনের ম্যাচের আগে তারা বরং আছেন বেশ ফুরফুরে মেজাজে, নির্ভার।
৪ জুন রোববার, এজবাস্টনে এবাবের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে পাকিস্তানি এক নিউজ চ্যানেলকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাতকারে সরফরাজ বলেছেন, ভারত ম্যাচের আগে রিলাক্সমুডেই আছেন তারা, ‘আমরা নির্ভার থাকার চেষ্টা করছি। কোনো রকম চাপ নিচ্ছি না। যে কোনো বড় ম্যাচের আগে নির্ভার এবং আত্মবিশ্বাসী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাতে স্নায়ুচাপকে নিয়ন্ত্রণে রাখা যায়।’
ইংল্যান্ডের পিচ মানেই পেস বান্ধব। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাই প্রতিটা দলই মাঠে নামছে পেস আক্রমণকে শক্তিশালী করে। এজবাস্টনে পাকিস্তানের বোলিং কম্বিনেশনটা কেমন হবে? ৩০ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজের উত্তর, একাদশ গড়া হবে ম্যাচের দিন (৪ জুন) পিচ দেখে, ‘ম্যাচের আগে পিচের অবস্থা কেমন হয়, সেটার উপরই নির্ভর করবে দলের কম্বিনেশনটা কেমন হবে। আমরা আমাদের সেরা পেস আক্রমণ নিয়েই মাঠে নামব। প্রয়োজন হলে তিন বা চার জন পেসারও থাকতে পারে। কিংবা পেস-স্পিনের সমন্বয় করেও নামতে পারি।’
শুধু ভারতের বিপক্ষে ম্যাচেই নয়, সরফরাজের দাবি সেরা ৮ দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রতিটি ম্যাচেই সেরা খেলাটা খেলবে পাকিস্তান, ‘আপনারা দেখতে পারবেন, আমরা আমাদের সামর্থ্যের সেরা খেলাটাই খেলব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াকু পাকিস্তান দলকেই দেখতে পাবেন। আমরা আমাদের সেরা খেলাটা খেলেই দেশ এবং দেশের মানুষকে গর্বিত করতে চাই।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:০৫পিএম/২/৬/২০১৭ইং)