• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১২:০০ অপরাহ্ন

ভারতে মন্দিরের খাবার খেয়ে নিহত ১১


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০১৮, ২:৫৯ PM / ৩৭
ভারতে মন্দিরের খাবার খেয়ে নিহত ১১

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক :ভারতের কর্নাটক রাজ্যে মন্দিরে পরিবেশন করা খাবার খেয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ ভারতের কর্ণাটকের চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে দীক্ষিতদের বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, অনুষ্ঠান শেষে মন্দিরে দেয়া খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় অন্তত ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে আরো ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পর অন্তত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একজন স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, মন্দিরের খাবারটি বিষাক্ত হয়ে থাকতে পারে।

ওই অনুষ্ঠানে অংশ নেয়া এক ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের যে টমেটো ভাত দেয়া হয়েছিল, তা থেকে গন্ধ আসছিল। যারা সেই খাবার খায়নি, তারা ভালো আছে। যারা খেয়েছে, তারাই বমি করতে শুরু করে এবং পেটে ব্যথা হচ্ছে বলতে শুরু করে।’
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:০০পিএম/১৫/১২/২০১৮ইং)