• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

বোধ


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২০, ১:১৩ PM / ৩২
বোধ

আবু নাসির

__________________________________

স্বরলিপি হারিয়ে গেলে
গান গাওয়া আর হয় না
মাঝি বিহীন জলে নৌকা
কোন দিন চলতে পারে না।
সাঁতার যদি নাহি জানো
নামতে যেও না জলে
না বুঝে করলে কাজ
সব যাবে বিফলে।
যে টুকু ক্ষমতা তোমার
সেটুকু লাগাও কাজে
এতে যে টুকু পাওনা পাবে
তাতে খরচ মিটাও বুঝে।
সামর্থের বাইরে করলে খরচ
হতে হবে সর্ব হারা
শূন্যাকাশের ঘুড়ি হয়ে
ঘুরতে হবে লাটাই ছাড়া।
সময় থাকতে গোছাও জীবন
জীবন খেলার জিনিস নয়
সহজ পথে জীবন চালাও
জীবন হবে পূন্যময়।