• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

বোঝাপড়ার বাইরে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ১:২৫ PM / ৪৪
বোঝাপড়ার বাইরে

মহীতোষ গায়েন

_______________________________________

মৃত্যুর সাথে কথা হয়ে গেছে
এখন আর মৃত্যুভয় পাই না,
এখন আর ভয় পাই না
অতৃপ্ত আগুন কিম্বা জল।

যা বোঝার তা বুঝে নিয়েছি
আমাদের আর ভয় নেই চরাচরে,
অর্থ কিম্বা নারী,ভোগ অথবা সম্ভোগ
নাই বা এলো,কি আসে যায়?

জেনে গেছি সব কর্মের আগাপাছতলা,
যদিও আমরা ছাপোষা কর্মচারী,
মাথার উপর চাঁদ আছে,সূর্য আছে
আর আছে প্রতিবাদ,প্রতিরোধ।

প্রতারিত আর বঞ্চিত হতে হতে
হৃদয় পুড়ে লোহা হয়েছে,
তপস্যা অথবা সাধনায় সিদ্ধিলাভ
করে আগুনে রেখেছি হাত।

নীরবে নির্জনে পড়ে থাকবে অবহেলা,
সময়ের শরাঘাতে বিদীর্ণ হবে শরীর,
এত দম্ভ,বাড়াবাড়ি ভালো নয়,বোঝাপড়ার
বাইরে গিয়ে এসো আমরা শুদ্ধসত্ত্ব বাঁচি।