• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রতীকী অনশন কর্মসূচী


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০১৯, ৭:০৮ PM / ৩৫
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রতীকী অনশন কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি : বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ৫ দফা দাবিতে ঝিনাইদহে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন ।আজ বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ কর্মসূচী চলে দুপুর পর্যন্ত। শিক্ষক নেতা মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাসুদ করিম, মিজানুর রহমান, মিঠু মালিতা, জালাল উদ্দিন, ইয়াকুব আলী, ইসাহাক আলী, নাজমুল হক, আব্দুর রাজ্জাক, আলী আকবর, মনীন্দ্র বিশ্বাস, আব্দুল হালিম, রেজাউল করিম, কৃপা সিন্ধু প্রমুখ।সেসময় বক্তারা বলেন, আমলা তান্ত্রিক জটিলতার ফলে অন্যায়ভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% টাকা কর্তন করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই অমানবিক প্রজ্ঞাপন বাতিল করতে হবে।এছাড়াও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গা উৎসব ভাতা, বাড়ি ভাড়া, অবসর সুবিধা বোর্ড, ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করেণের দাবি জানান তারা। কর্মসূচীতে জেলা ও উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারীরা অংশ নেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৭:০৯পিএম/২৪/৭/২০১৯ইং)