• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

বেকারের খোলা চিঠি…


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০১৮, ১০:৩০ PM / ৩৬
বেকারের খোলা চিঠি…

 

ইখতিয়ার উদ্দীন আজাদ : ২২ লাখ চাকুরি জীবীদের বেতন না বাড়িয়ে ২১ লাখ শিক্ষিত বেকার যুবকদের চাকুরির সুযোগ করে দিলে ভাল হতো না ?
অবসরের বয়স সীমা ২ বছর না বাড়িয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে কি পাপ হতো?

বিবেকের কাছে প্রশ্ন! মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি.. দেশের সরকারি চাকুরীজীবী ৪% এর বেতন ১০০% বৃদ্ধির আগে বাকি ৯৬% ( বেকার + বেসরকারি চাকুরীজীবী) বিশেষ কোন ট্রাইবুনালের আওতায় এনে গণহারে ফাঁসিতে ঝুলিয়ে দিন। তাদের অপরাধ..

১. কেন তারা ফাঁস করা প্রশ্নকালেক্ট করতে পারেনি বা করেনি..
২. কেন তারা শিক্ষা জীবনের মূল্যবান সময়টাতে রাজনীতি না করে পড়ালেখার পেছনে নষ্ট
করেছে..
৩. কেন তাদের কোন প্রভাবশালী নেতা/ এমপি /
মন্ত্রীরসাথে যোগাযোগ বা আত্বীয়তার
সম্পর্ক নেই..
৪. কেন তারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়ার মতো সামর্থ্য
রাখেনা।
৫. কেন তাদের বাপ বা দাদারা মুক্তিযুদ্ধে
অংশগ্রহণ করেনি..
৬. কেন তারা উপজাতি নই..
সরকারি চাকুরির ৫৬% কোটার মধ্যে স্থান না পাওয়া ৪৭% শিক্ষিত যোগ্য ও মেধাবী বেকারকে
ধুকিয়ে ধুকিয়ে মারার চাইতে একেবারে ফাঁসি দিয়ে
দেয়াটাই বেটার। সব বেকারকে ফাঁসিতে ঝুলিয়ে
দিলে, বেকার ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ
গড়ার
স্বপ্ন আপনার আপনিই বাস্তবায়িত হয়ে যাবে।

-অভিশপ্ত বেকার
ইখতিয়ার উদ্দীন আজাদ
নজিপুর, পত্নীতলা, নওগাঁ।

[বিঃদ্রঃ ভুল কিছু উপস্থাপন করলে, ক্ষমার দৃষ্টিতে নেবেন]
“ধন্যবাদ সকলকে”।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২৬পিএম/২৪/২/২০১৮ইং)