• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

বৃষ্টি তুমি থেমে যাও


প্রকাশের সময় : জুন ১৮, ২০১৮, ১১:৩৯ AM / ৩৫
বৃষ্টি তুমি থেমে যাও

মো. শহীদুল ইসলাম ফকির
…………………………………………………………………………….
আল্লাহ্ তুমি দয়া করো
বৃষ্টির কান্না থেমে যাক,
ঈদের নামাজ পড়ে সবাই
বান্দা তোমার দিদার পাক।

বৃষ্টি তুমি থেমে যাও
ঈদের নামাজ পড়বো,
নামাজ শেষে বন্ধু বান্ধব
কুলাকুলি করবো।

মনে কত আশা সবাই
নতুন জামা পরবো,
ঈদগাহ্ মাঠে নামাজ পড়ে
মনের সুখে ঘুরবো।

এই ঈদ কে কেন্দ্র করে
দূরের মানুষ কাছে পাই,
বৃষ্টি তুমি না থামিলে
দেখা করার উপায় নাই।

যার হুকুমে কাঁদছো তুমি
তার হুকুমে বন্ধ হও,
সবার সাথে ঈদ অানন্দের
নিজের ভাগটা বুঝে লও।

ছোট ছোট ছেলে মেয়ে
ভরা হাসি মুখটা,
বৃষ্টি তুমি কেড়ে নিবে?
আজকের এই সুখটা?

যাও বৃষ্টি চলে যাও
ঐ দূর আকাশে,
চেয়ে দেখো আমাদের
মনের আকাশ ফ্যাকাসে।

লিখতে লিখতে বন্ধ করলে
তোমার করুন কান্না,
চেয়ে দেখো হাসির মায়ে
কেমনে করে রান্না।

আমরা এখন মহা খুশি
নতুন জামা পরবো,
ঈদ সেলামি সবার কাছে
আদায় শুরু করবো।