• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

বুধবার থেকে পাগল নাথ রাম-সীতা মন্দিরে তিনদিন ব্যাপী রাস পূর্ণিমার স্নান উৎসব ও মেলা শুরু


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১০:০৪ PM / ৫১
বুধবার থেকে পাগল নাথ রাম-সীতা মন্দিরে তিনদিন ব্যাপী রাস পূর্ণিমার স্নান উৎসব ও মেলা শুরু

ফতুল্লা প্রতিনিধি : তিনশত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার স্নান উৎসব আগামী বুধবার থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী পাগল নাথ রাম-সীতা জিউ বিগ্রহ মন্দিরে।

ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজারস্থ শ্রী শ্রী পাগলনাথ রামসীতা জিউ বিগ্রহ মন্দিরে তিনদিন ব্যাপী এই উৎসব সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৫ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটবে শুক্রবার ৭ নভেম্বর । আগামী ৫” ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠেয় এই রাস পুূর্ণিমার স্নান ও মেলা যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্ভিগ্নে পালন করতে পারে সে-ই লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এই উৎসবে স্থানীয় এবং দূরদূরান্ত থেকে প্রতিবছর যারা স্নান উৎসবে যোগদান করেন তাদেরকে উক্ত তিনদিন ব্যাপী উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক ও পাগলনাথ রাম-সীতা জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি শিবু দাস।