• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

বিরহী প্রজাপতি মন


প্রকাশের সময় : জুলাই ৬, ২০১৮, ১০:২৪ PM / ৩৬
বিরহী প্রজাপতি মন

 গোলাম কবীর

________________________________________

আজ আমার মন ভালো নেই,
কাছে আছো তবু সাড়া নেই কোন।
আজ আমার আকাশ গহীন আঁধারে ঢাকা,
বৃষ্টি নেই কোন চোখের পাতায়,
রোদ ঝলমলে সকাল, দেখি না কত কাল।
কতটা রাত নিদ্রাহীন একা একা,
জ্যোৎস্নায় ভিজে যাওয়া কান্নার
বরফ গলা নদীর পাশে বসে থাকা,
কতটা সময় আর কাটাবো তুমি হীন অর্থহীন,
অপেক্ষার মেল ট্রেন আসে না তো হুইশেল বাজিয়ে কোন,
যাবো আমি তোমার কাছে,
ভালো লাগে না কোন, কতদুর আর সেই মধুপুর?
চিকন ছিপ হাতে বসে আছি, ধরা তবু দাও না তো
বৃথাই কেটে গেল রাত্রি দিন তুমি হীন।
বিরহী প্রজাপতি মন ঘুরে বেড়ায়,
চোরকাঁটা বিধে আছে জীবনের পাতায় পাতায়।