

বদরুল হক
—————————————
অন্তরের ব্যথাগুলো,
চোখের জলে ভাসে,
অপরাধীরা দূর থেকে,
মুচকি মুচকি হাসে।
বিপ্লবীরা জন্মায় শুধু,
বিবেক বদলে দিতে,
দেশের জন্য লড়াই করে,
বুকে তাজা গুলি নিতে।
বিপ্লবীরা জন্মায় শুধু,
হিসেব বদলে দিতে।
জুলাইয়ের আত্মত্যাগ,
রাজপথে রক্তের দাগ,
সন্তানহারা মায়ের কান্না,
দেশ প্রেমিকের প্রতিবাদী কন্ঠ,
স্তব্ধ করা যায় না।
দেশ মাতৃকার সম্ভ্রম বাঁচাতে,
সার্বভৌমত্ব রক্ষায়,
বিপ্লবীরা প্রতিবাদ করে যায়,
পিছু পিছু হায়েনার দল,
কামড়ে দিতে চায়,
পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে,
রাজপথে রক্ত ঝরায়।
জুলাইয়ের শক্তি বুকে,
সংস্কারের পথে হাটি,
স্বাধীনতা বিসর্জন দিয়ে নয়,
সার্বভৌমত্ব রক্ষায়,
প্রতিটি পরিবার হোক,
প্রতিরোধের ঘাঁটি।
চারপাশে বিপ্লবের ডাক,
মুক্তি সেনারা জাগো,
পাড়া-মহল্লা অলি-গলিতে গড়ো প্রতিরোধ,
দেশদ্রোহীরা ভাগো,
জাগো আমজনতা জাগো।
ধন্যবাদ।
আপনার মতামত লিখুন :