• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

বিতর্কিত ছাত্রলীগ, প্রশ্নবিদ্ধ কেন্দ্রীয় নেতারা


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০১৮, ১১:৩৭ PM / ৯৯
বিতর্কিত ছাত্রলীগ, প্রশ্নবিদ্ধ কেন্দ্রীয় নেতারা

ঢাকারনিউজ২৪.কম, নিজস্ব প্রতিনিধি : নানা গৌরব গাথা ইতিহাসের সাক্ষী বিশ্বের অন্যতম বড় ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৭০ বছর। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

আসন্ন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন, আসবে নতুন নেতৃত্ব তবে, কোন পথে প্রবাহিত হচ্ছে ছাত্রলীগ? আবার কেনোইবা বিক্ষোভ, আন্দোলন আর দলীও কোন্দলের বিষফোঁড়ায় আক্রান্ত ছাত্রলীগের তৃনমূল থেকে উচ্চপর্যায়ের নেতারা। শেষ সময়ে ছাত্রলীগ ধরে রাখতে পারেনি তাদের ভাবমূর্তি এমন কথাই এখন প্রচলিত মাঠেঘাটে। বিতর্কিত ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ কেন্দ্রীয় নেতারা। তাহলে এই ঘটের পানি ঘোলা করছে কারা? কে বা কারা ইন্ধন দিচ্ছে এর নৈপথ্যে? কার নেতৃত্বের অবদানে আজকে অস্থিতিশীল ছাত্ররাজনীতি? নেই কোন সদুত্তর। সম্প্রতি আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দুতে ছাত্রলীগ। প্রধান ইস্যু গুলোর অন্যতম চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের রনির তান্ডব এশাকে বহিষ্কার ও ফিরিয়ে নেয়া, সংবাদ মাধ্যমে প্রচার হওয়া এশা ও সংগঠনের সভাপতির কথিত অনৈতিক সম্পর্কের জের এবং কোটা আন্দোলনের ছাত্রলীগের অসন্তোষজনক ভুমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে লাঞ্ছনার ঘটনায় ২৪ নেতাকর্মীকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা সহ নানা ঘটনায় জর্জরিত বাংলাদেশ ছাত্রলীগ। তবে কে নেবে দুঃসময়ে এত বড় ছাত্র  সংঘঠনের দ্বায়ভার? আবার রয়ে যায় প্রশ্ন? আগের অবস্থানে ফিরতে পারবে বাংলাদেশ ছাত্রলীগ.? অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন – বিস্তারিত আসছে….

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৩৬পিএম/২৪/৪/২০১৮ইং)