• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

বিএনপি নেতা সরফত ও সাইফুল গ্রেপ্তার


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৮, ১২:৫৮ AM / ৯৯
বিএনপি নেতা সরফত ও সাইফুল গ্রেপ্তার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার(১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব মতিঝিল জোনের এসি আতিক সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা মতিঝিলে ৫০টি, পল্টন থানার ১৭টিসহ মোট ৭২টি মামলায় আসামি।

এছাড়া মুন্সিগঞ্জ শ্রীনগর থানার ২৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুলের বিরুদ্ধে রাজধানীতে ৪টি মামলা রয়েছে। তাদেরকে রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:০০এএম/২/১২/২০১৮ইং)