• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

‘বারি-১৫’ জাতের সরিষার সফল উৎপাদন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৭, ১০:১২ PM / ৩১
‘বারি-১৫’ জাতের সরিষার সফল উৎপাদন

 

ঢাকারনিউজ২৪.কম, পাবনা : পাবনায় বারি-১৫ জাতের সরিষার সফল উৎপাদন হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ সরিষায় স্বল্পমেয়াদে বেশি ফলন পাওয়ায় কৃষকের মাঝে পড়েছে ব্যপক সাড়া। আগামীতে এ সরিষার ব্যপক উৎপাদনে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে বলে মত সংশ্লিষ্টদের।
২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে পাবনায় ২০০টি প্লটে বারি-১৫ জাতের সরিষার পরীক্ষামূলক উৎপাদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বল্পসময়ে বিনা চাষে আবাদযোগ্য উচ্চ ফলনশীল এ সরিষার সফল উৎপাদনে দারুণ খুশি জেলার কৃষকরা। চলতি বছর সংরক্ষিত বীজে আগামী মৌসুমে বারি-১৫ জাতের সরিষা আবাদে আগ্রহ প্রকাশ করেন তারা।
কৃষি বিশেষজ্ঞরা জানান, বারি-১৫ জাতের সরিষায় বিঘাপ্রতি ফলন সাধারণ সরিষা থেকে দুই থেকে আড়াইমণ বেশি। এ সরিষায় দানার পরিমাণ দ্বিগুণ হওয়ায় সাধারণ সরিষা থেকে বিশ শতাংশ বেশি তেল সংগ্রহ করা যায়।
পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের কৃষক মোতালেব হোসেন জানান, কৃষি বিভাগের পরামর্শে আমি দুই বিঘা জমিতে বারি-১৫ জাতের সরিষা আবাদ করি। সাধারণ সরিষার ক্ষেত্রে এ জমি থেকে ৫ থেকে ৬ মণ সরিষা পেলেও নতুন এ জাতে ১০ মণ সরিষা পেয়েছি। আগামী মৌসুমে আরো বেশি জমিতে আমি এ সরিষা আবাদ করব।

রোপা আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে বিনাচাষে এ সরিষার আবাদকে কৃষকরা দেখছেন ফাও ফসল হিসেবে।
রামচন্দ্রপুর গ্রামের কৃষক মনির হোসেন জানান, রোপা আমন আবাদের পর জমি পতিত পড়ে থাকে। বোরো আবাদ শুরুর পূর্বে এ সময়টায় মাত্র ৭০-৭৫ দিনে বিনা চাষে উৎপাদনক্ষম বারি-১৫ সরিষা খুবই লাভজনক।
বারি-১৫ সরিষার লম্বা গাছের পাতা মাটির উর্বরতা বাড়াতে কাজ করে। এ সরিষার ব্যপক উৎপাদন ভোজ্যতেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বিশুদ্ধ তেল ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি কমবে বলে মত বিশেষজ্ঞদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী পাবনার উপ-পরিচালক বিভূতিভূষণ সরকার বলেন, বর্তমানে আমাদের দেশে ভেজাল তেল খেয়ে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। সয়াবিনের উপর নির্ভরশীল হওয়ায় বিদেশ থেকে আমদানির ফলে দেশের প্রচুর অর্থ ব্যয় হয়। বারি সরিষায় তেলের পরিমাণ বেশি। ফাও ফসল হিসেবে এ সরিষার আবাদে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ভোজ্যতেলের আমদানি নির্ভরতাও অনেকটাই কমে আসবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১০পিএম/১৩/২/২০১৭ইং)