• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

বাবা…. প্রতিনিয়ত তোমাকে খুঁজি


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০১৮, ১২:৩০ PM / ৩৯
বাবা…. প্রতিনিয়ত তোমাকে খুঁজি

রমজান বিন মোজাম্মেল : ভোরের পাখিরা যখন গুনগুনিয়ে শীষ দিয়ে যায়, ক্লান্ত দুপুরে মধ্য-পুকুরে নির্জনে বসে একা থাকি যখন চুপি চুপি সাদা মেঘের আড়ালে. শান্ত দুপুর শেষে, অস্তমিত সূর্যের পানে তাকিয়ে রই. কিন্তু তাতেতো তোমার বিচরণ পাইনা । এর-ই মধ্যে বিকেলের সোনা রোদ মিলিয়ে যায় দিগন্তে, তোমার দেখা মিলেনা। সন্ধ্যায় ঢুলু ঢুলু দু’চোখে তাকিয়ে খোলা জানালায় হাজার তারার ভিড়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, কোন তারাটি তুমি? বাবা, তুমি কী জানো , রাতের অমানিশা কাটাই তোমারই সন্ধানে. যদি তোমার একটু পদধূলি পাই গোপনে। বাবা আমাদের ছেড়ে গেছো এগারোটি বছর আগে, তোমার স্মৃতি আজও আমার সদায় মনে জাগে। বাবা আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজি। তুমি কি জানো. তোমার স্বপ্নের সোনার বাংলার এখন বড় দুঃসময়। মানুষের মূল্যবোধ কমে গেছে। উপকার করা মানুষের কাছ থেকেও অপকার পেতে হয়। বিশ্বাস-আস্থা হারিয়ে যাচ্ছে। জীবনেরও নিরাপত্তা নেই। যে কেউ বিনা অপরাধে খুন হয়ে যাচ্ছে। তাই আজ ভিষণ ভাবে তোমার প্রয়োজনীয়তা অনুভব করছি। তোমাকে মনে করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করি। আজো তাই বলতে পারি- একজন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যতোদিন বাঁচবো, যা হয় হোক, আজ তোমার বিদায়ের ১১ বছরে এসেও তোমাকে সেই কথাই দিচ্ছি বাবা, তোমার শত্রু ৭১ এর শত্রু, আমি হয়তো তোমাদের মতো মুক্তিযুদ্ধ করার সুযোগ পাবোনা। কিন্তু আমার কলম কখনোই সেই সকল ছাগু গোলাম আজম, নিজামী বা মুজাহিদ আর তাদের দোসরদের রক্ষা পেতে দিবোনা। তুমি ভালো থেকো বাবা। তোমার রেখে যাওয়া সন্তান আমরা চার ভাই বোন। এবং আমাদের মা। তোমার প্রেয়সি। দুই নাতি, দুই নাতনী সবাই আছি তোমাদের স্বপ্নের লাল সবুজের পতাকা আকঁড়ে। প্রতিনিয়ত তোমাকে মনে করে।
তোমার মৃত্যুর আগমূহুর্তে আমাকে বলে যাওয়া প্রতিটি কথা পালন করে চলার চেষ্টা করছি, তুমি দোয়া করো জীবনের শেষ সময় পর্যন্ত আমি যেনো তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। বাবা তুমি যেখানেই থাকো আমার ভালোবাসা নিও…

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩০পিএম/৩০/৩/২০১৮ইং)