• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

বাজেটের আদি-অন্ত বিশ্লেষণ করবে বিএনপি : রিজভী


প্রকাশের সময় : জুন ৫, ২০১৮, ৩:১৭ PM / ৭৪
বাজেটের আদি-অন্ত বিশ্লেষণ করবে বিএনপি : রিজভী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বাজেটের আদি-অন্ত বিশ্লেষণ করে তা নিয়ে বিএনপি জনগণের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ ৫ জুন(মঙ্গলবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাজেটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তি‌নি এমন মন্তব্য ক‌রেন।

রুহুল ক‌বির বলেন, ‘আমরা তো বাজেট না দেখে বলতে পারব না। তবে গণবিরোধী সরকারের কাছ থেকে জনকল্যাণমুখী কোনো বাজেট পাওয়ার প্রত্যাশা কেউ করতে পারে না। যে একটা গণবিরোধী সরকার সে গণসম্পৃক্ত জনকল্যাণমূলক কোনো বাজেট দেবে এটার কোনো কারণ নেই।

তারপরও আমরা দেখি কালকে বাজেট পেশ করা হোক তারপর আমরা আপনাদের জানাব এই বাজেটের আদি-অন্ত বিশ্লেষণ করে কি ফুটে ওঠে তা তুলে ধরব। ’

‘গত ১০ বছরে জিনিসপত্রের দাম বাড়েনি’ অর্থমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘রবি ঠাকুরের ওই গানটা তো আপনাদের মনে আছে, “কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি”, এই স্বপ্ন লোকের চাবি আছে আপনার অর্থমন্ত্রীর কাছে। তাই এ ধরনের উদ্ভট কথা বার্তা বলেন।’

‘একদিকে এন্টি ড্রাগ ক্যাম্পেইন চলছে আর এদের হোতারা যারা ক্ষমতাসীন দলের লোক এমপি তারা অবলীলায় দেশ ছেড়ে চলে যাচ্ছে। বলছেন ওমরাহ করতে যাচ্ছি।

সরকার আবারও ভোটারবিহীন নির্বাচন করতে চায় এজন্য অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। কিন্তু শেখ হাসিনার এ স্বপ্ন পূরণ হবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’ বলেন রিজভী।

রিজভী বলেন, ‘সারা দেশে সড়ক মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নরূপ এখন বিলবোর্ড আর সাইনবোর্ডে শোভা পাচ্ছে। দেশে সড়কে মহাসড়কে এবং গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কের খানাখন্দ আর দুর্ভোগের আশঙ্কায় লাখো লাখো মানুষ এবার বাড়ি যাবে কি না তারা চিন্তিত হয়ে পড়েছে। তারা বিকল্পপথে যাওয়ার জন্য ট্রেনের টিকেটের দিকে ছুটছে সেখানেও তারা পাচ্ছে না। কাঙ্ক্ষিত টিকেট। বিশেষজ্ঞরা বলেছেন, সড়কে বেহাল দশার কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা।’

সা‌বেক এই ছাত্র‌নেতা দাবি করেন, সরকারের বেপারোয়া লুটপাট নীতির কারণে সড়কে, মহাসড়কে দুর্দশা কাটছে না। ঈদের প্রাক্কালে ঘরমুখী মানুষকে দুর্ভোগ দেবে। আমরা চরম ধিক্কার জানাই যারা মানুষকে নূন্যতম সেবা দিতে পারে না। যারা হরণের নীতি নিয়ে দেশ চালান তারা কখনই জনগণকে সুবিধা দিতে পারেন না।’

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:১৫পিএম/৫/৬/২০১৮ইং)