• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৭:৪৩ PM / ১২০
বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা ২০২৫-২৬ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে ফসলের বীজ ও সার কৃষি প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরনের শুভ উদ্বোধন করা হয়।

বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়,অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী,কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে ছালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত সাদিয়া শারমিন সহ আরো অনেকেই।

অফিস সুত্রে জানা যায়, গম- ৪২০০ জন,সরিষা- ৬০০ জন, চীনাবাদাম -২০ জন,মসুর – ৩০০ জন,শীতকালীন পেঁয়াজ – ৫০ জন,খেসারি – ৪০ জন সর্বোমোট- ৫২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন।