

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডিসেম্বর মাসে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ সিরিজের সফর স্থগিত করা হয়েছে। বিসিবি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সিরিজটি পরে আয়োজন করার প্রস্তাব পাঠিয়েছে।
সিরিজ স্থগিত হওয়ার কারণ হিসেবে কোনো আনুষ্ঠানিক কারণ বলা হয়নি। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা বিষয়টিতে প্রভাব ফেলতে পারে বলে জানা গেছে।
সিরিজটি কলকাতা ও কটক শহরে খেলার কথা ছিল। ওয়ানডেগুলো নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করার পাশাপাশি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ র্যাংকিং ম্যাচ হিসেবে বিবেচিত হতো।
এর আগে, ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন তারিখ এবং সূচি পরে ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :