• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০১৯, ৯:১০ AM / ৪০
বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল

ঢাকারনিউজ২৪.কম, রাজশাহী : যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার বেলা ৩টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ফ্লাইটটির।

ফ্লাইট বাতিল হলেও শনিবার বিমানটির ত্রুটি পরীক্ষা করে দেখা হয়নি। বিমানটি রাজশাহীতেই আছে।

আজ রোববার ঢাকা থেকে প্রকৌশলীরা গিয়ে ত্রুটি পরীক্ষা করবেন বলে জানিয়েছেন হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান।

তিনি জানান, শনিবার দুপুর আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বাংলাদেশ-৪৯২) বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে শাহমখদুম বিমানবন্দরে আসে। এরপর ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকায় যেতে বিমানটি উড্ডয়নের চেষ্টা করে। তখন বিমানটিতে যান্ত্রিক ক্রুটি ধরা পড়ে। দুইবার চেষ্টা করেও বিমানটি উড্ডয়নে ব্যর্থ হলে যাত্রা বাতিল করা হয়।

ব্যবস্থাপক আরও জানান, বাতিল হওয়া ফ্লাইটের পর ইউএস বাংলার একটি ফ্লাইট ছিল। সেটিতে করে কয়েকজন যাত্রী ঢাকায় যান। তবে অন্য যাত্রীরা ফিরে যান।

তিনি জানান, বিমানের পাইলট তাকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছেন। রোববার ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানটির ত্রুটি পরীক্ষা করে দেখবেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:১২এএম/১৩/১/২০১৯ইং)