• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

বরেন্দ্রভূমিতে গম উৎপাদন ও সংরক্ষণে নওগাঁয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৬:৩১ PM / ৪২
বরেন্দ্রভূমিতে গম উৎপাদন ও সংরক্ষণে নওগাঁয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বরেন্দ্রভূমিতে গম উৎপাদন ও গম সংরক্ষণের উপর জাত প্রদর্শনী সংশ্লিষ্ট কৃষক ও এসএএও’গণের প্রশিক্ষণ ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পত্নীতলা উপজেলা কৃষি অফিস হলরুমে জেলার ৫টি উপজেলার (পত্নীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা) মোট ২০ জন কৃষক ও ৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত (অতিরিক্ত দায়িত্ব) ড. মো: জাহেরুল ইসলাম, পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ পারভেজ মোশারফ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মার্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাইমিনুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, ‘নতুন জাতের গম প্রদর্শনী জাত-সমূহ হচ্ছে- বারি গম-৩৩, BWMRI-1, BWMRI- 2, BWMRI-3. BWMRI-4.’