• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় ১০০ বিচারক


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২০, ১১:২২ AM / ৯৭
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় ১০০ বিচারক

৬চট্টগ্রাম সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছেন চট্টগ্রামের ১০০ বিচারক।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ র‌্যালি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।

মানববন্ধন শেষে জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা বাংলাদেশ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও প্রতিবাদ করার দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক আজকের মানববন্ধন ও র‌্যালিতে অংশ নিয়েছেন। তারা দেশবাসীকে জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করে না, প্রতিবাদও করতে জানে। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের দায়িত্ব।’
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:২০এএম/১২.১২.২০২০ইং)