• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

বক্তাবলীতে জোড়পূর্বক প্রতিবন্ধী নারীর জায়গা দখলের চেষ্টা(ভিডিও)


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২২, ১১:২২ AM / ৬৯
বক্তাবলীতে জোড়পূর্বক প্রতিবন্ধী নারীর জায়গা দখলের চেষ্টা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর পূর্ব পাড়ায় প্রতিবন্ধী গৃহবধূর বাড়ির মাঝখান দিয়ে অবৈধভাবে চলাচলের রাস্তা তৈরিকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে চলেছে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ভূমিদস্যু সাইজুদ্দিন সাজু ও তার সাঙ্গপাঙ্গরা। দীর্ঘ দিনেও সামাজিকভাবে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে শালিস কিংবা আইনগতভাবে ব্যবস্থা নিয়েও মিলছে না সমাধান। ফলে প্রতিনিয়ত হুমকি ধামকি আর হামলার ভয়ে নিজেদের কষ্টের টাকায় ক্রয়কৃত জমিতে মাথা গুজার ঠাই পাচ্ছে না অসহায় পরিবারটি।

২৬ ফেব্রুয়ারি(শনিবার) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে- সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী আলেনূর বেগম (৩৮) তার বৃদ্ধা শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাড়ির পাশেই স্বামীর পাঠানো কষ্টার্জিত রেমিটেন্সের টাকায় উক্ত ১০ শতাংশ জমি নিজের ও স্বামীর নামে ক্রয় করে সেখানে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে দুচালা ঘর নির্মান করেছিলেন বসবাসের জন্য। যা পাশের প্লটের সাইজুদ্দিন সাজু ও তার সাঙ্গপাঙ্গদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে এবং আলেনূর বেগম তার পরিবার নিয়ে পাশেই ভাড়া বাসায় বসবাস করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত হত্যার হুমকি সহ নানা ধরনের নিপীড়নের শিকার হয়ে অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে প্রবাসী আক্তার হোসেনের মা এ বলেন- ‘‘আমার ছেলে অনেক কষ্টে শ্রমিকের কাজ করে সিঙ্গাপুর থেকে টাকা পাঠিয়ে এই ১০ শতাংশ জায়গা কিনেছিল। কিন্তু বাড়ির এক পাশ দিয়ে চলাচলের রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয়ার পরেও আমার ছেলের এই জায়গার মাঝখান দিয়েই জোড়পূর্বক অবৈধভাবে রাস্তা করার জন্য উঠেপরে লাগে পাশের প্লটের সাইজুদ্দিন সাজু। অথচ বাড়ির দুই পাশ দিয়ে তাদেরকে রাস্তার জন্য জায়গা ছেড়ে দিয়ে তবেই আমরা ঘর নির্মাণ করেছিলাম। কিন্তু গায়ের জোড়ে এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের এক আইনজীবীর মুহুরি হিসেবে তার শেল্টারে সাইজুদ্দিন সাজু এবং আলফাজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলী ও তার ছেলে রিফাত, মৃত দুদু মিয়ার ছেলে তাজুল, নূরার ছেলের মামুন, হাফিজ উদ্দিনের ছেলে রুহুল আমিন ২০২১ সালের জানুয়ারি থেকে নানাভাবে হুমকি ধামকি দেয়া সহ ওই বছরের ফেব্রুয়ারিতে পরপর ২বার পরিবারের লোকজনের উপর হামলা ও নতুন দু’চালা ঘর ভাঙচুর করে প্রায় লাখ টাকার ক্ষয় ক্ষতি করে ও লুটপাট করে। কোনোমতে আমরা সেই হামলায় জানে বেঁচে গেছি। এখনও পর্যন্ত সাজু ও তার সাঙ্গপাঙ্গরা প্রতিদিন আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে দেখলেই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভোগছি।’’

এদিকে আলেনূর বেগম বলেন- ‘‘এই বিষয়ে আমরা পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জজ কোর্টের নারায়ণগঞ্জ বিজ্ঞ ২য় সিনিয়র সহকারী আদালত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালত, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী “খ” অঞ্চল আদালতে মামলা দায়ের করি। কিন্তু শরীরি জোড় খাটিয়ে এবং নিজে আইনজীবীর মুহুরি হওয়ায় নিজের পরিচয়কে অপব্যাহার করে সাইজুদ্দিন সাজু ও তার সহকারীরা আমাদের জায়গা জোড়দখল করে রেখেছে।’’

স্থানীয় এলাকাবাসী বলেন- ‘একজনের বাড়ির মাঝখান দিয়ে চলাচলের রাস্তা করা কতটা অবৈধ আবদার সেটা সমাজ এবং আইন সহ আমরা সবাই জানি। অথচ এই পরিবারটি এতটাই নিরীহ এবং প্রতিপক্ষ এতটাই শক্তিশালী যে- গত ১ বছরেও সমস্যার সমাধান হয়নি। আমরা চাই সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি দেশবাসী জানুক এবং স্থানীয় প্রশাসন অসহায় পরিবারটির পাশে দাঁড়াক।’’

ভিডিও সংবাদটি দেখতে ক্লিক করুন- 

https://www.youtube.com/watch?v=X1ew9ZzeswE