• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

ফ্লোরিডায় টেকসই ও জৈব উদ্যান ফসল উৎপাদনের অগ্রগতি নিয়ে খুবিতে সেমিনার


প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৯, ১২:০৮ PM / ৩৪
ফ্লোরিডায় টেকসই ও জৈব উদ্যান ফসল উৎপাদনের অগ্রগতি নিয়ে খুবিতে সেমিনার

মো. রমজান শেখ, খুলনা বিশ্ববিদ্যালয় : মঙ্গলবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রোটেকনোলজি(এটি) ডিসিপ্লিনের উদ্যোগে ফ্লোরিডায় টেকসই এবং জৈব উদ্যান ফসল উৎপাদনের অগ্রগতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারটি আয়োজিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। বিশেষ অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং এটির সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। ফ্লোরডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কার্লিনি চেস সেমিনারটিতে উদ্যান ফসল চাষ বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে ফ্লোরিডায় গবেষণারত এটি শিক্ষক প্রফেসর প্রশান্ত কুমার দাস ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কার্লিনি চেস এর গবেষণা কর্ম তুলে ধরেন। এডভান্সিং সাসটেইনেবল এন্ড অর্গানিক হর্টিকালচারাল ক্রপ প্রোডাকশন ইন ফ্লোরিডা শীর্ষক আলোচনায় চেস বলেন প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশে ফল চাষে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। উদ্যান ফসল উৎপাদনের কার্যকরী কৌশল সম্পর্কেও তিনি আলোচনা করেন। স্ট্রবেরি চাষ এদেশের জন্য চ্যালেন্জিং হলেও পদ্ধতিগতভাবে বড় সফলতা সম্ভব বলে তিনি মনে করেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:১২পিএম/৬/৩/২০১৯ইং)