• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

ফেসবুক জ্ঞান আহরণে ব্যবহার করা উচিত : তারানা হালিম


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০১৭, ১২:০৫ AM / ৯৩
ফেসবুক জ্ঞান আহরণে ব্যবহার করা উচিত : তারানা হালিম

 

ঢাকারনিউজ২৪.কম, টাঙ্গাইল : ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শিক্ষার্থীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জ্ঞান আহরণের জন্য ব্যবহার করা উচিত। বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটির ড. আলীম আল-রাজী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবেই ব্যবহার করা যায়। নেতিবাচকভাবে শিক্ষার্থী বা কেউ যাতে ব্যবহার না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’
তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সৎ ও সাহসী দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠার আহ্বান জানান।
ড. আলীম আল-রাজী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শিবলী সাদিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর চেয়ারম্যান আমানউল্লাহ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আলীম আল-রাজীর কন্যা ও এই স্কুলের প্রতিষ্ঠাতা শিরিন আল রাজী, দেলদুয়ারের উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:০৫এএম/১৩/৪/২০১৭ইং)