• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

ফের সাংবাদিকদের দুষলেন ট্রাম্প


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৭, ১০:৫৪ AM / ৪৩
ফের সাংবাদিকদের দুষলেন ট্রাম্প

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সবকিছু দারুণ একটি যন্ত্রের মতো চলছে।’ হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার গুজবকে উড়িয়ে দেন তিনি। এ জন্য তিনি গণমাধ্যমকে দায়ী করেছেন।
সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের গত কয়েক সপ্তাহের কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশের পাশাপাশি, আগের প্রশাসনেরও সমালোচনা করেন ডোনাল্ট ট্রাম্প। তবে ছিয়াত্তর মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে অসততার অভিযোগ তুলে প্রধানত সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন তিনি।
ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা না বলে, সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।
সাংবাদিকরা এতই অসৎ যে আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবে, আমরা জনগণের কোনো সেবাই করছি না।
সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকেও নাকচ করে দেন ট্রাম্প।
এ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সূত্র : বিবিসি

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৫পিএম/১৭/২/২০১৭ইং)