• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

ফাইনালে পাকিস্তান


প্রকাশের সময় : জুন ১৪, ২০১৭, ১১:৪০ PM / ৫৫
ফাইনালে পাকিস্তান

ঢাকারনিউজ২৪.কম, কার্ডিফ : ক্রিকেট যে চরম অনিশ্চয়তার খেলা তা ফের প্রমাণ করলো কার্ডিফের সোফিয়া গার্ডেনসে পাকিস্তান। ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলো সরফরাজবাহিনী।

বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৭.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজের দল।

এর আগে ১৯৯৬ সালে বিশ্বকাপের পর আইসিসির কোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। আজ সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ইমরান খানের উত্তরসূরীরা।

আজকের ম্যাচে পাকিস্তানের পক্ষে আজহার আলী ৭৬ ও ফখরে জামান ৫৭ রান করেন। এছাড়া বাবর আজম ৩৮ ও মোহাম্মদ হাফিজ ৩১ রানে অপরাজিত ছিলেন।

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ও জ্যাক বেল একটি করে উইকেট শিকার করেন।

এর আগে জুনায়েদ খান, হাসান আলী ও অভিষিক্ত রুম্মান রইসের দারুণ বোলিংয়ে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে জো রুট ও ওয়েন মরগানের ৪৮ রানের জুটিটিই ছিল ইংলিশ ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। অর্ধশতকও করতে পারেননি কোনো কোনো ইংলিশ ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি এসেছে জো রুটের ব্যাট থেকে।

পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন হাসান আলী। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। রুম্মান ও জুনায়েদের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪০পিএম/১৪/৬/২০১৭ইং)