• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষক কতৃর্ক ছাত্রকে বলাৎকার!


প্রকাশের সময় : মে ১৩, ২০১৮, ৮:৩৫ PM / ৬৬
ফতুল্লায় মাদ্রাসা শিক্ষক কতৃর্ক ছাত্রকে বলাৎকার!

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : ফতুল্লার জামতলা এলাকায় উম্মুল ফাতাহ ক্যাডেট-মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ নাজমুল হাসান কতৃর্ক ইয়াসিন আরাফাত নামের এক ছাত্রকে পায়ুপথে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ফতুল্লা মডেল থানায় ঐ শিক্ষার্থীর মা আয়েশা আক্তার বাদী হয়ে লম্পট ঐ শিক্ষক এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং-৫১(৫)১৮। পুলিশ ঐ লম্পটচ শিক্ষককে গ্রেপ্তার কওে গতকাল দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।

এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লা ধানাধীন জামতলা এলাকায় উম্মুল ফাতাহ ক্যাডেট-মাদ্রাসা আছে। সেখানে নারায়ণগঞ্জ সদর মডেল  থানাধীণ এলাকার ব্যবসায়ী মাসুদ খানের ছেলে ইয়াসিন আরাফাত (১০) কে আবাসিকে দিয়ে পড়াশুনা করায়। ঐ মাদ্রাসায় হাফেজ নাজমুল হাসান (২১) সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করে আসছে। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গান্ধা গ্রামের মো.সহিদ মিয়ার ছেলে। সে প্রতিনিয়ত ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে তার আবাসিক থাকা নিজ রুমে ছাত্রদেও পায়ুপথে বলাৎকার করে আসছে। এরকম আচারন ইয়াসিন আরাফাত কে নিয়ে পায়ুপথে বলাৎকার করে আসছে। গত ৭ মে রাত ১০টায় সে জোরপূবর্ক ইয়াসিন আরাফাতকে একই কর্ম কান্ড ঘটায়। এরপর সে অসুস্থ্য হয়ে পড়লে তার বাসায় আম্মু আব্বুকে জানান। এরপর তার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করলে পরে ঐ লম্পট শিক্ষক নাজমুল হাসানকে আটক করে থানায় মামলা রুজু করেছে।  পুলিশ গতকাল ১৩ মে দুপুরে লম্পট শিক্ষক নাজমুল হাসানকে ৭ দিনের রিমান্ড আবেদন কওে আদালতে প্রেরন করেছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৩৫পিএম/১৩/৫/২০১৮ইং)