• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক বিজ্ঞান


প্রকাশের সময় : মে ২, ২০১৭, ৭:৩২ PM / ৪১
প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক বিজ্ঞান

ঢাকারনিউজ২৪.কম:

প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: উদ্ভিদ কিসের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজ বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।
প্রশ্ন: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।
উত্তর: মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো— মাটি, পানি ও বায়ু।
প্রশ্ন: পরাগায়ন কী?
উত্তর: ফুলের পরাগধানী থেকে পরাগরেণু বায়ু, মৌমাছি, পাখি ইত্যাদির সাহায্যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
প্রশ্ন: বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন: বীজের বিস্তরণ বলতে কী বোঝো?
উত্তর: মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
প্রশ্ন: উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ ও ইগল একই রকম, তা ব্যাখ্যা করো।
উত্তর: সাপ খায় খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী। আবার ইগল খায় সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী।
কাজেই বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল উভয়ই খাদক এবং এরা প্রাণী-জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল একই রকম।
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো।
ইগল,সূর্য,ঘাস,পোকামাকড়,সাপ,ব্যাঙ।
উত্তর: নিচে শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম দেওয়া হলো:
সূর্যঘাসপোকামাকড়ব্যাঙসাপইগল
ব্যাখ্যা: সবুজ ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। পোকামাকড় ঘাস খেয়ে বেঁচে থাকে। ব্যাঙ পোকামাকড় খায়। একইভাবে ব্যাঙকে খায় সাপ এবং সাপকে খায় ইগল। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যশৃঙ্খলের মাধ্যমে।

প্রশ্ন: জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।
উত্তর: বায়ু ছাড়া প্রাণী একমুহূর্ত বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। পানির জীবও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে বায়ুর ওপর জীব নির্ভরশীল।

প্রশ্ন: উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণে প্রাণীর ওপর নির্ভরশীল। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল; প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে গ্রহণ করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ-আবাস গড়ে তুলতে সাহায্য করে। এ কারণেই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: তোমার টেবিলের ওপরে রাখা গাছটি মরে যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?
উত্তর: বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। টেবিলের ওপর রাখা গাছটি সূর্যের আলো ও পর্যাপ্ত বায়ু পাচ্ছিল না, তাই বন্ধুরা এটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল, যাতে গাছটি সূর্যের আলো পায় এবং তাহলে গাছটি সতেজ হয়ে উঠবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৭.৩১পিএম/০২//২০১৭ইং)