• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের আবহেলায় এসএসসি পরিক্ষায় অংশনেয়া হলো না আব্দুল্লাহ’র


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০১৮, ৯:৫৯ PM / ৩৫
প্রধান শিক্ষকের আবহেলায় এসএসসি পরিক্ষায় অংশনেয়া হলো না আব্দুল্লাহ’র

ঢাকারনিউজ২৪.কম, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকের অবহেলায় চলতি এসএসসি পরীক্ষায় অংশনেয়া হলো না আব্দুল্লাহ খাঁ নামের এক ছাত্রের। সে উপজেলার চিথলিয়া দ্বিমূখী উচ্চবিদ্যালয় এর কারিগরী শাখার ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ট্রেডের শিক্ষার্থী। রেজিষ্ট্রেশন কার্ডের ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় বৃহস্পিতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিস্কার আদেশ দেন। ছাত্রের দাবি, প্রধান শিক্ষকের অবহেলায় এমনটি ঘটেছে।

এদিকে, বহিস্কার আদেশ শুনে কান্নায় ভেঙ্গে পড়েন ওই ছাত্র। সন্তানের চোখে পানি দেখে সাথে থাকা বৃদ্ধ বাবাও চোখের পানি আটকাতে পারেনি। তাকে সান্তনা দেয়ার চেষ্টা করেন সাথে থাকা বন্ধু। সংবাদকর্মীর পরিচয় পেয়ে কথাবলেন ওই ছাত্র তিনি বলেন আমার রেজিষ্ট্রেশন কার্ডে যে ছবি তা অন্যের এব্যাপারে প্রতিষ্ঠান প্রধান নেকবর হোসেন জানতেন এবং ওই রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে সে নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরিক্ষাতেও অংশ নিয়েছিলেন। কিন্তু ছবি পরিবর্তন করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে একাধিকবার বললেও তিনি কোন পদক্ষেপ নেয়নি বরং কোন সমস্যা হবেনা বলে সাহস জোগানোর চেষ্টা করেছে ছাত্রকে।

এ ব্যাপারে চিথলিয়া দ্বিমূখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক নেকবর হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিএম কলেজের কারিগরী শাখার কেন্দ্র সচীব অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মেদ বলেন  কেন্দ্রের তিন নম্বর কক্ষের পিরিদর্শক হাজিরা খাতায় স্বাক্ষর করাতে গেলে ওই পরিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডের ছবির সাথে কোন মিল নাপাওয়াই বিষয়টি আমাকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র পরিদর্শন করতে এলে বিষয়টি স্যারকে অবগত করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু  ওই ছাত্রকে বহিস্কারের বিষয়ে নিশ্চিত করে বলেন রেজিষ্ট্রেশন কার্ডের ছবির সাথে ওই ছাত্রের চেহারার কোন মিলনেই এ সংক্রান্ত কাগজ পত্র সহ সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে কেন্দ্র সচীবকে বলা হয়েছে। চলতি পরিক্ষায় সে অংশ গ্রহন করতে পারবেনা বলেও তিনি জানিয়েছেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৯:৫৫পিএম/১/২/২০১৮ইং)