• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর মানস সন্তান ‘দুদক’ : রিজভী


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০১৮, ২:১১ PM / ১২৫
প্রধানমন্ত্রীর মানস সন্তান ‘দুদক’ : রিজভী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানস সন্তান অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার(২৫ মার্চ) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদকের আবেদন বিষয়ে রিজভী বলেন, ‘দুদক হচ্ছে, প্রধানমন্ত্রীর মানস সন্তান। তাই প্রধানমন্ত্রী যা চাইবেন, তারা তাই করবে। তবে জনগণ ও নৈতিক আদালতে খালেদা জিয়া নির্দোষ।’

বিদেশিদের কাছে দেন-দরবার করে লাভ হবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে গোপন আঁতাতের জন্য আপনারাই সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুর দৌড়ঝাঁপ করছেন। আমি ওবায়দুল কাদের সাহেবের কাছে জানতে চাই- পৃথিবীর কোন দেশে সংসদ ভেঙে না দিয়ে নির্বাচন হয়? এই নজির কি আছে পৃথিবীর কোথাও?’

তিনি বলেন, ‘আপনারা এবং আপনাদের দোসর এরশাদই জাতীয় সংসদ বহাল রাখার কথা বলছেন। এরশাদ বলবেন এজন্য যে, তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে হাত খরচা পান। আর আপনি (কাদের) বলছেন চাকরি রক্ষার্থে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কৃত্রিমভাবে সৃষ্ট নির্বাচনী ঢেউয়ে গা ভাসাবে না বিএনপি ও জনগণ। অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’

খালেদা জিয়ার মুক্তি না দিলে চলমান আন্দোলনের আরও বেগবান হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাসির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৫এপিএম/২৫/৩/২০১৮ইং)