প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৫:০১ পি.এম
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক কাউন্সিলর মতি

সোনিয়া দেওয়ান প্রীতি : প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজা নামাজে অংশ গ্রহণ করলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতি।
১ নভেম্বর(শনিবার) জোহরের নামাজের শেষে সুমিলপাড়াস্থ মোহর আলী সরদার বাজার জামে মসজিদ মাঠে মরহুমার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং এই জানাজা নামাজে অংশ গ্রহণ করেন সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সহধর্মিণী রোকেয়া রহমান শুক্রবার ৩১ অক্টোবর সকালে সুমিলপাড়াস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সুমিলপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং মরহুমাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য কাউন্সিলর মতিউর রহমান মতির বাসভবনে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি
Copyright © 2025 DhakarNews24. All rights reserved.