• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

পেশি করো সংকুচিত


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৯, ৭:৫৪ PM / ৩৫
পেশি করো সংকুচিত

শিল্পী মাহমুদা
_________________________________________
কোন এক আলোকপুরীর বীণা বুকে এসে বাজে
একাকীত্ব আর্তনাদ করছে পুরো আকাশ জুড়ে নিত্য নুতন সাজে ,
জল গড়িয়ে শর্তহীন গৃহ বন্দী হচ্ছে
অসহ্য যে আজ উত্তরের বাতাস হৃদয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ।

আমার রক্তের মধ্যে আগুন জ্বলে , ঝলকে ঝলকে
উঠা নামা করে শ্বাস
পেশি সংকুচিত –নেই কোন সম্ভাবনা, নেই কোন স্বপ্নের বাস ,
তবুও ••••••
রাত জাগা পাখিদের মতো খোপের মধ্যে হাপরের
দড়ি ধরে টানি চলতে চলতে
জলন্ত আগুনে নিজেকেই নিজে বাজি রেখে কি জানি চায়ছি বলতে ।

নিজেই নিজের সঙ্গেই মৃত্যু – মৃত্যু খেলা খেলতে
থাকি
জিতি বা হারি ইন্দ্রিয়ের কোণে আকন্ঠ ভালবাসা জড়িয়ে রাখি ,
প্রতিমুহুর্তে যেন কারও কাছে ঋনি হয়ে উঠি
কি যেন পেয়েছি হয়তো সেই ছিলো নির্ঘুম রাতের স্বপ্নের ছিলো খুটি ॥