• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

পুলিশ খুঁজছে কাশ্মির পাকিস্তান জাপানকে


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০১৭, ১১:২৮ AM / ৩৯
পুলিশ খুঁজছে কাশ্মির পাকিস্তান জাপানকে

ঢাকারনিউজ২৪.কম:

‘কাশ্মির’, ‘পাকিস্তান’ আর ‘জাপান’-কে গ্রেপ্তার করার জন্য খুঁজছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের পুলিশ! এদের তিনজনের সঙ্গে আবার ‘রকেট’ও রয়েছে!

আসলে কাশ্মির, পাকিস্তান ও জাপান তিন ভাইয়ের নাম। আর রকেট তাদের পদবী।

কাশ্মির কুমার রকেট, পাকিস্তান কুমার রকেট ও জাপান কুমার রকেটের নাম পুলিশের খাতায় ওঠায় তাদের খোঁজ শুরু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খন্ডের পালামৌ জেলার হুইসেনাবাদ থানায় এদের নামে অভিযোগ দায়ের হয়েছে যে, তারা এক পুলিশ কর্মীর জামা ছিঁড়ে দিয়েছে, তারপরে গুলি চালিয়ে আহত করেছে।

১৩ তারিখে হোলি খেলার নাম করে কাশ্মির, পাকিস্তান আর জাপান এক পুলিশ কর্মীর জামা ছিঁড়ে দেয় বলে বিবিসিকে জানিয়েছেন ছতরপুর এলাকার পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার। তিনি বলেছেন, দুই তরফে বিবাদ শুরু হলে গুলি চালিয়ে দেয় কাশ্মির কুমার রকেট। থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে ওই তিনজনই এখনও পলাতক। তাদের খোঁজ চলছে।

ঘটনা খুব বড় কিছু না হলেও মূলত তিনজনের নামের কারণেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তিনভাইয়ের নাম কেন এমন রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১১:২৮এম/১৭//২০১৭ইং)