
ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে আলাদা করে একটি থানায় রুপান্তরিত করা অথবা আলাদা পৌরসভা কিংবা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়ে আসছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও ফতুল্লা থানা নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।
সম্প্রতি, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের সীমানা পুন: নির্ধারণ করে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ থানাকে বাদ দিয়ে ৪ আসনে বক্তাবলী ও আলীর টেক ইউনিয়নকে যুক্ত করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই সিদ্ধান্তকে নারায়ণগঞ্জ ৪ আসনের সর্বস্তরের মানুষ তা সাদরে গ্রহণ করলেও ফতুল্লা ইউনিয়নের পুরোটা এবং কুতুবপুর ইউনিয়ন, কাশিপুর ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন ও ,গোগনগর ইউনিয়ন এর অংশবিশেষ সিটি কর্পোরেশনে যুক্ত করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন নির্বাচন কমিশন সে-ই সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও ফতুল্লা থানা নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাজী মো : শহিদুল্লাহ বলেন,কুতুবপুর ইউনিয়ন একটি জনবহুল এলাকা আমি দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছিলাম যে,কুতুবপুর ইউনিয়নকে থানা অথবা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হোক, যেহেতু নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ থানাকে বাদ দিয়ে বক্তাবলী ও আলীর টেক ইউনিয়নকে নারায়ণগঞ্জ ৪ আসনে যুক্ত করা হয়েছে সেহেতু আমি বলবো ফতুল্লা থানাধীন যে ৭ টি ইউনিয়ন রয়েছে তা ৪ আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আর যদি করতেই হয় তাহলে কুতুবপুর ইউনিয়নের আংশিক অংশ নয় কুতুবপুর ইউনিয়নের পুরো অংশ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের কুতুবপুরকে দ্বিখন্ডিত করার নীলনকশা যারা করছেন তারা কি আমাদের বোকা ভেবেছেন কিছু অংশ নারায়ণগঞ্জ সিটিতে নিয়ে বাকী অংশকে অন্ধকারে রেখে দিতে চান এর কারণ কি এমনিতে কুতুবপুরের নিন্মাঞ্চল সব সময় পানিতে ডুবে থাকে রাস্তাঘাটের অবস্হা নরকঙ্কালের মতো স্কুল কলেজের পড়ুয়া ছেলেমেয়েরা জুতা ও জামা পড়ে যেতে পারেনা কাদা ও ধূলাবালির জন্য আমাদের পাগলা ও ঝালকুড়ি রাস্তাদিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন মালামাল নিয়ে বিভিন্ন জেলায় যাতায়াত করে তার পরও এই রাস্তা মেরামতের মনযোগ নাই সরকারের। কুতুবপুরের জনদুর্ভোগ যেন দেখার কেউ নেই। মনে হচ্ছে আমরা কোন ভিনদেশের নাগরিক নতুবা নিজেদেরকে রোহিঙ্গা মনে করে বসবাস করি আমাদের সাফ কথা কুতুবপুরকে আলাদা পৌরসভা নতুবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তভুক্ত করে অনতিবিলম্বে প্রজ্ঞাপণ জারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।,নতুবা আমরা কুতুবপুরবাসী সকলে মিলে আমাদের দাবীর জন্য আন্দোলনে নামতে বাধ্য হবো।
আপনার মতামত লিখুন :